মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম অস্ত্র ফ্যাক্টরির বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে মোদীকে চিঠি লিখলেন মমতা। চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর আয় বাড়াতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণের কথা ভাবছে মোদী সরকার ৷ সেই মতোই বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র ৷ সব অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছে সরকার।
আর একথা পরিষ্কার হতেই দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরি নিয়ে আশঙ্কার কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন নরেন্দ্র মোদীকে ৷ বেসরকারিকরণ হলে কাজ হারাতে পারেন ১ লক্ষ ৬০ হাজার জন কর্মী, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে এতে দেশের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী ৷
চিঠিতে কী লিখলেন তিনি?
দেখুন চিঠি-
Be the first to comment