অনাস্থা নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন ২০২৪ সালেও বিজেপি জিতবে। শনিবার ধর্মতলার সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগে তো ২০১৯ পার হও বন্ধু, তারপর ২০২৪। তাঁর দাবি, ২০১৯সালেই বিজেপি ফিনিশ হয়ে যাবে। জেতা বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূর, বিজেপি সাকুল্যে ১০০ থেকে ১৫০ আসন পাবে। কোন অঙ্কে বিজেপি হারবে, তাও জানিয়ে দিয়েছেন তিনি। মমতা বলেন, “আস্থা ভোটে যাদের ভোটে বিজেপি শুক্রবার জিতেছে, সেই এআইএডিএমকে এবার তামিলনাড়ুতে একটি আসনও পাবে না। ফলে তামিলনাড়ু বিজেপিকে ৩৭-এ শূন্য দেবে। আর যে উত্তরপ্রদেশে বিজেপি ৮০টির মধ্যে ৭২টি আসনে জিতেছিল, এবার সেখানে মায়াবতী-অখিলেশের জোট হলে ৩০টি আসন মোদি-শাহরা পাবেন কি না সন্দেহ। অর্থাৎ এখানে ৫০ মাইনাস। তারপর মধ্যপ্রদেশে ২৮টির মধ্যে গতবার ২৮টিই পেয়েছিল বিজেপি, এবার সেখানে আটটিও পাবে না। রাজস্থানে ২৫-এ পাঁচ পাবে না বিজেপি।” আর সবথেকে বড় ভবিষ্যদ্বাণী করলেন গুজরাত নিয়ে। গুজরাতে বিজেপি শূন্য পাবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, “বিহারে বিজেপির সব আশায় জল ঢেলে দেবেন লালুপ্রসাদ যাদব। আর বাংলায় বিজেপিকে পুরোপুরি খেয়ে নেবেন মানুষ, ওড়িশাতে নবীন পট্টনায়ক আর পাঞ্জাবে অমরিন্দর সিং বিজেপিকে খেয়ে নেবে।”
Be the first to comment