এক ঘণ্টার হেলিকপ্টার সফরে রাজ্যের আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ঘুরে দেখেন তাঁরা ৷ পুরো এলাকাই জলের তলায় ৷
এদিকে একদিন আগেই ১ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন প্রশাসনিক বৈঠকে আরও টাকার কেন্দ্রীয় অনুদান চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি রাজ্যের এই পরিস্থিতিতে অতি দ্রুত টাকার বরাদ্দ ছেড়ে দেওয়ার জন্যেও আবেদন জানানো হবে৷
আজ নির্ধারিত সময়েই কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এক ঘণ্টার এরিয়াল সফরে তাঁকে নিয়ে আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷ রাজারহাট, ক্যানিং, গোসাবা-র মতো এলাকা এই সফরে প্রধানমন্ত্রীকে ঘুরে দেখান মমতা ৷
বিভিন্ন অঞ্চল এখনও বিধ্বস্ত ৷ রাস্তা , বিদ্যুৎ পরিষেবা সব বিধ্বস্ত ৷ সামগ্রিক এই ধ্বংসের পরিস্থিতি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থা দেখিয়ে রাজ্যের জন্য আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
আমফান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নেন মোদি ৷ আর শুক্রবার মোদি আসার ২০ মিনিট আগেই বিমানবন্দরে পৌঁছে যান মমতা ৷
Be the first to comment