প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় পৃথক তহবিলের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে থেকে কোরোনা মোকাবিলায় ব্যয় করা সম্ভব নয়। বিহার ও অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাতেও নদীর সংখ্যা বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের তহবিল শেষ হয়ে গেলে সমস্যায় পড়বে বাংলা। রাজ্য সরকার এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য পৃথক কোরোনা মোকাবিলা তহবিলের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমফানে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্র কিন্তু কেন্দ্রের কাছে এখনও ৫১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। এই বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। তাই ওই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ ভার্চুয়াল বৈঠকে রাজ্যে কোরোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তারও খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে এখন মোট ৮১ টি কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে। কিন্তু রাজ্যে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আরও বেশি সংখ্যায় ল্যাবরেটরির প্রয়োজন। রাজ্যে বর্তমানে সেফ হাউজ রয়েছে ১০৬ টি।
Be the first to comment