জিএসটি জটিলতায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়; কড়া চিঠি প্রধানমন্ত্রীকে

Spread the love

জিএসটি জটিলতা নিয়ে ভীষণ ভাবে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই চিঠিতে তিনি লেখেন, ‘জিএসটি জটিলতা নিয়ে আমি ভীষণ ভাবে উদ্বিগ্ন। রাজ্যগুলির প্রতি ভারত সরকারের আস্থা ও নৈতিক দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভিত্তি লঙ্ঘন করা হচ্ছে।’

চারপাতার এই চিঠিতে তিনি লেখেন, ‘এ ধরনের পদক্ষেপে মৌলিক ভিত্তির প্রতি অবহেলা করা হচ্ছে। জিএসটি ব্যবস্থার সূচনায় ভ্যাট চালু থাকাকালীন রাজ্যগুলি নিজের কর আদায়ের ৭০ শতাংশ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দিয়েছিল।’

প্রধানমন্ত্রী পূর্বের অবস্থা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নন, বিভিন্ন কারণ দেখিয়ে আপনিও জিএসটি চালুর বিরোধিতা করেছিলেন। কিন্তু প্রয়াত অরুণ জেটলি ২০১৩ সালের ডিসেম্বর মাসে দ্ব্যর্থহীন ভাবে এবং প্রকাশ্যে জানিয়েছিলেন, সে সময় বিজেপির জিএসটি বিরোধিতার মূল কারণ ছিল, তখনকার কেন্দ্র সরকারের প্রতি অবিশ্বাস। তৎকালীন কেন্দ্রীয় সরকার জিএসটি ক্ষতিপূরণ মেটাবে কি না, তা নিয়েই সন্দেহ ছিল বিজেপির। তাঁর সেই মন্তব্যই এখন বিজেপিকে নিশানা করছে। স্বাভাবিক ভাবেই রাজ্যগুলিকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিকে সম্মান করা উচিত।’

দেখুন সেই চিঠি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*