নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি ৷ এমনকী নেতাজির জন্মদিনকে কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি হিসেবে ঘোষণাও করেনি বলে তিনি অভিযোগ করেন ৷
আজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রেড রোডে আয়োজিত এক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷ নেতাজির জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা হবে না, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে ৷ আর নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে হবে ৷
তিনি জানান, আজাদ হিন্দ বাহিনী মনুমেন্ট তৈরি করবে রাজ্য সরকার ৷ নেতাজিকে সম্মান জানাতেই তাঁর সরকার এই কাজ করবে বলে তিনি জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, নেতাজির জন্মদিন পরাক্রম দিবস কেন? কেন দেশনায়ক, দেশপ্রেম দিবস হবে না?
এদিন রাজ্য সরকার দেশনায়ক দিবস পালন করছে ৷ কেন তা করছে, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নেতাজিকে দেশনায়ক বলেছিলেন৷ তাই এদিন রবি ঠাকুর ও নেতাজিকে মেলবন্ধন ঘটিয়েছে রাজ্য সরকার ৷
একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের রাজধানী কেন শুধু দিল্লিতে থাকবে? মুখ্যমন্ত্রীর প্রস্তাব, দেশের চারটি রাজধানী হোক৷ তার মধ্যে একটি রাজধানী হোক কলকাতায়৷ বাকি তিনটি রাজধানী দিল্লি, দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতে হোক বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Be the first to comment