ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে বিনামূল্যে, নরেন্দ্র মোদীকে চিঠি মমতার

Spread the love

ভোটের আগে রাজ্যে বিনামূল্যে গণটিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে নিয়ে ইতিমধ‍্যেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মমতা জানালেন, ভোটের আগে পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণের জন্য অগ্রাধিকারভিত্তিতে টিকা কিনতে চায় রাজ্য সরকার।

ভোটের আগে বাংলার নাগরিকদের স্বাস্থ্যের জন্য টিকাকরণের কথা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘স্বাস্থ্যকর্মী, পুলিসকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিডযোদ্ধাদের দ্রুত কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক। তবে আশঙ্কার বিষয়, নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ বুথকেন্দ্রে হাজির হবেন। নির্বাচনী প্রক্রিয়ায় সামিল সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণের দরকারি আছে বলে আমরা মনে করি।’

জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে মোদী সরকার। প্রথম ধাপে দেওয়া হচ্ছে সামনের সারির কোভিডযোদ্ধাদের। দ্বিতীয়ধাপে ১ মার্চ থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে টিকা। টিকাকরণের খরচ বহন করেছে কেন্দ্র। বাজেটে আলাদা অর্থ বরাদ্দ করাও হয়েছে। তবে রাজ্যের জন্য টিকা কিনতে চান মমতা। চিঠিতে সে কথাই উল্লেখ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*