রাজ্যে যে তৃণমূল হারছে, তা বোঝা যায় জনতার মুখ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ ও ব্যবহার দেখে ৷ কোচবিহারের সভায় এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ক্ষমতায় এসে মানুষের ভালোবাসাকে সুদসমেত উন্নয়ন দিয়ে ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নমো ৷
রাজ্যে প্রথম দু দফার ভোট হওয়ার পর থেকেই বিজেপি ও তৃণমূল দু দলই দাবি করছে যে তাঁরা অধিকাংশ আসনেই জিতছে ৷ বিজেপির প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, বিজেপি কি ভগবান ? তারা কী করে বুঝে গেল যে প্রথম দুই দফায় তারাই জিতছে ৷
কোচবিহারের সভা থেকে মমতার এই প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি দাবি করেন যে সেগুলি থেকেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল হারছে ৷ এ দিন মোদী বলেন, “আমরা ভগবান নই ৷ আমরা তো সাধারণ মানুষ ৷ জনতাই ভগবানের রূপ ৷ তাঁদের মুখ দেখেই বোঝা যায় যে, হাওয়া কোনদিকে বইছে ৷ জনতাই তো ভগবানের অবতার ৷ আপনার রাগ, আপনার ব্যবহার, আপনার বাণী – এই সবকিছু দেখে একটা বাচ্চাও বলতে পারে যে টিএমসি ভোটে হেরে গিয়েছে ৷ রোজ আপনাকে বলতে হচ্ছে যে আপনি নন্দীগ্রামে জিতছেন ৷ আপনি ভোটের সময় নন্দীগ্রামের বুথে যে খেলা করেছেন, যা বলেছেন, ওই দিনই দেশ বুঝে গিয়েছে যে আপনি হেরে গিয়েছেন ৷ এ জন্য ভগবানকে জিজ্ঞাসা করতে হয় না ৷
এছাড়া তোষণ সত্ত্বেও মমতার মুসলিম ভোটব্যাঙ্কও তাঁর পাশ থেকে সরে গিয়েছে বলে কটাক্ষ করেন নমো ৷ তিনি বলেন, আপনি বলেছেন, সব মুসলমান এক হয়ে যাও ৷ ভোট ভাগ হতে দিও না ৷ এটা যখন সর্বসমক্ষে বলছেন, তখন বোঝা যাচ্ছে আপনার শক্তি মুসলিম ভোটব্যাঙ্কও আপনার পাশ থেকে সরে গিয়েছে ৷ বোঝা যাচ্ছে, আপনি হেরে গিয়েছেন ৷ আমি যদি বলতাম, সব হিন্দু মিলে বিজেপিকে ভোট দাও, তাহলে আমার বিরুদ্ধে কমিশনের নোটিশ এসে যেত, সংবাদমাধ্যমে লেখালেখি হত ৷
মমতা বন্দ্যোপাধ্যয় বারবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ সেই নিয়েও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, এই কমিশন এই ইভিএম-এর ভরসাতেই তো আপনি বামেদের হঠিয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ আপনিই বারবার বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট হোক ৷ আর এখন আপনারই কমিশন, ইভিএম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হচ্ছে ৷ এতেই স্পষ্ট হয়ে যায় যে, আপনি হেরে গিয়েছেন ৷
প্রথম দু দফায় রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করে মোদি বলেছেন, “মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর গর্ব হওয়া উচিত যে, ভোট নির্বিঘ্নে হয়েছে ৷ আমি গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন তো এমন হলে গর্ব বোধ করতাম ৷ আর আপনি গর্বিত নন ৷ এতেই বোঝা যায় আপনি হারছেন ৷
Be the first to comment