নির্বাচনী প্রচারে ব্যস্ত মমতা ফের এড়ালেন প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড-বৈঠক

Spread the love

দ্বিতীয় ঢেউয়ে আরও বিপদজ্জনক করোনা। ছড়াচ্ছে আরও দ্রুত হারে। আগামী চার সপ্তাহে দেশ জুড়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতি। হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রকের। দেশবাসীর সহায়তা ছাড়া অতিমারি পরিস্থিতির মোকাবিলা করা কঠিন, বলছে কেন্দ্র। বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী্র সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে সূত্রের খবর।

সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য় সচিব-সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে করোনা সংক্রান্ত বৈঠক করেছিলেন মোদী। সেই বৈঠকে সরকারি বেসরকারি হাসপাতালের শয্যাবৃদ্ধি, সঠিক অক্সিজেনের যোগান ও পরিবহন ব্যবস্থার উন্নতির কথা বলেছিলেন নমো। তারপরই বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছিল, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই মতো বৃহস্পতিবার ভার্চুয়ালি এই বৈঠক ডাকা হয়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতার পাঁচটি নির্বাচনী সভা রয়েছে। হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় ম্যারাথন সভা তাঁর। আর সেই কারণেই তিনি এই বৈঠকে থাকতে পারবেন না বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*