উত্তরবঙ্গ মানেই উন্নয়ন, মোদীর কটাক্ষে পাল্টা জবাব মমতার

Spread the love

আজ নিউটাউনের ইকোপার্কে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ নিয়ে কটাক্ষের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হয় উনি চোখে দেখেন না, বা উনি কানে শোনেন না। উত্তরবঙ্গে আমাদের সরকারের আমলে নতুন সচিবালয় হয়েছে, আলিপুরদুয়ার ও কালিম্পং নতুন জেলা হয়েছে, বেঙ্গল সাফারি পার্ক হয়েছে, ভোরের আল প্রকল্প হয়েছে। উত্তরবঙ্গ ঢেলে সেজেছে। আজ উত্তরবঙ্গের আরেক নাম উন্নয়ন। উনি কি কিছু করেছেন? যে রাস্তার খোলার জন্যে উনি এসেছিলেন তার জন্যে ৫০-টা মিটিং আমি করেছি। কাজ শুরু হয়ে গেছে দেড়-বছর আগে আজ এলেন খোলার জন্যে।

চা বাগানের শ্রমিকদের পেনশনের ব্যাপারে মিথ্যে কথা বলে গেছেন। তাদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, সেখানে অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য ৩০ টাকা দেয় আর কেন্দ্র ২৫ টাকা। আমরা ওদের ২ লক্ষ টাকা দিই, মাসে ১৫০০ টাকা করে পেনশন। প্রধানমন্ত্রী যা বলেছেন নতুন কিছু নয়, পুরোনো প্রকল্প রয়েছে। ২০ বছর চা বাগানের শ্রমিকদের ২৫ টাকা করে দিতে হবে. উনি মিথ্যে কথা বলেছেন, আমাদের লজ্জা করে কথা বলতে। উনি হাফ কথা বলেন, হাফ বলেন না। নির্বাচনের আগে উনি চা-ওয়ালা, আর নির্বাচনের পর রাফেল ওয়ালা, সবাই ওনাকে এখন রাফেল বাবু বলে ডাকছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*