মোদীর নিশানায় তৃণমূল, মোদীকে পাল্টা মমতার

Spread the love

মনোনয়নপত্র জমার আগে শুক্রবার বারাণসীতে সভা করেন নরেন্দ্র মোদী। সেই সভা থেকেও নরেন্দ্র মোদী টার্গেট করেন বাংলাকে। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভয় পেয়েছেন বলেই সবসময় বাংলাকে আক্রমণ। এবার নয়াদিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। মোদী সরকারকে হঠাতে দেশের আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট তৈরির তিনিই অন্যতম প্রধান কাণ্ডারী। তাঁর গলায় একদিকে দিল্লি দখলের ডাক, আরেকদিকে বাংলায় তাঁর লক্ষ্য বিয়াল্লিশে বিয়াল্লিশ। পাল্টা বিজেপিও এবার টার্গেট করেছে পশ্চিমবঙ্গকে।

শুক্রবার, বারাণসীতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সভা করেন মোদী। সেখানেও তাঁর গলায় বাংলার কথা। নিশানায় তৃণমূল। তৃণমূলনেত্রীর দাবি, ভয় পেয়েছেন বলেই বারাণসীর সভা থেকেও এ ভাবে বাংলাকে টার্গেট করতে হচ্ছে।

বাংলায় তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও গত কয়েক বছরে এ রাজ্যে দু’নম্বরে উঠে এসেছে বিজেপি। এবার লোকসভা ভোটেও তৃণমূল-বিজেপির জোর টক্কর বলে মত পর্যবেক্ষকদের একাংশের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*