বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর পর তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র তিন মিনিটের, ছিমছাম শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে নবান্নে পৌঁছে যান মমতা। সেখানে পুলিশের তরফে গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। সেই অনুষ্ঠান সেরেই ১৪ তলার দফতরে পৌঁছলেন তিনি। আর ঠিক সেই সময়েই ট্যুইটে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা।
এদিন শপথ গ্রহণের পর ট্যুইটে মমতাকে উল্লেখ করে মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য মমতা দিদিকে শুভেচ্ছা। পাশাপাশি ২ মে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর মোদী টুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন ও কোভিড মহামারী কাটিয়ে উঠতে সর্বত সাহায্য করবে। আর বুধবার মোদীর সেই শুভেচ্ছার পাল্টা ট্যুইটে কৌশলী চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর পাল্টা ট্যুইটে মমতা লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদীজি আপনার শুভেচ্ছার জন্য। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সর্বত সাহায্যের দিকে আমি তাকিয়ে আছি। আমি আমার তরফে সমস্ত সহযোগিতা বাড়িয়ে দেব এই মহামারী রুখতে এবং কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে।’
Be the first to comment