আগামী G-20 সম্মেলনের আয়োজক দেশ ভারত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দিল্লিতে দেশের সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।
এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার সকালে নবান্নে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব মনীষা সিনহার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন মুখ্যসচিব। ছিলেন রাজ্যের পর্যটনসচিব, তথ্য ও সংস্কৃতি সচিব, ক্ষুদ্র শিল্পসচিব এবং হিডকোর এমডি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী বছর আয়োজক দেশ হিসেবে ভারতে জি-২০ গোষ্ঠীর মোট ২১৯টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
• কলকাতায় একটি পাঁচতারা হোটেলে ৯, ১০ এবং ১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনকলিউশন বা অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে।
• ৮ এবং ৯ ফেব্রুয়ারি কলকাতাতেই বসবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বৈঠক।
• ৩, ৪ ও ৫ এপ্রিল শিলিগুড়িতে বসবে পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক।
এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিকদলের শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেও যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সহযোগিতার বার্তাও দেন। এবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বৈঠকর করবেন মমতা।
এই বৈঠকের প্রস্তুতি ঘিরে পরিকল্পনা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জি-২০ সম্মেলনের বৈঠকে তাদের রাজ্যের বিখ্যাত ব্যাঙ্গালোর সিল্ক শোকেস করতে চলেছে কর্ণাটক। ঠিক একইভাবে বাংলার জামদানি বা কাঁথার মতো বিখ্যাত কোনও বস্ত্র শোকেস করা হবে কলকাতা এবং শিলিগুড়ির বৈঠকে।
Be the first to comment