বুধবার মোদী-মমতা বৈঠক

Spread the love

মঙ্গলবারই দিল্লি পৌঁছেছেন ৷ আর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পিছনে লুকিয়ে রয়েছে একাধিক কারণ ৷ তবে বিরোধীদের সব জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ তিনি বলেন, রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি।

প্রসঙ্গত, মঙ্গলবার তিনদিনের দিল্লি সফরে যান মুখ্যমন্ত্রী। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের বকেয়া টাকা চাইতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ৷ পাশাপাশি জানান, রাজ্যের নাম বদল নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে বিরোধীদের একাংশের প্রশ্ন, তাহলে আগে কেন যাননি মুখ্যমন্ত্রী? এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে ডাকা হলেও তিনি যাননি ৷ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও যাননি মমতা ।

চলতি বছরেও অগাস্টে ডাকা মাওবাদী দমন বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তা পড়লো? তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বকেয়া টাকা, নাম পরিবর্তন সহ একাধিক ইস্যুতে কথা বলতেই তাঁর দিল্লি সফর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*