প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্থিক প্যাকেজ নিয়ে সরব মমতা, লকডাউনের পক্ষে অধিকাংশ রাজ‍্যের মুখ্যমন্ত্রীই

Spread the love

২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম বৈঠকে লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ওডিশা ও পঞ্জাব। একই পথে হাঁটতে পারে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি। শনিবার একই বিষয়ে শুরু হল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো-বৈঠক। আজ সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানো বা ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পক্ষে। এই বিষয়ে আলোচনা চলছে। আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির উচিত একই নীতি মেনে চলা। কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করব আমরা। আমি ২৪X৭ আপনাদের জন্য রয়েছি।তথ্য জানাতে কখনও ইতস্তত বোধ করবেন না।’ এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী মোদী।

ভিডিয়ো বৈঠকে লকডাউন বৃদ্ধির পক্ষেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউনের ফলে GDP-র অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়াও আর্থিক প্যাকেজের পরিমাণ নিয়েও সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, COVID-19 মোকাবিলায় স্বাস্থ্য খাতে কেন্দ্র সম্প্রতি ১৫ হাজার কোটি বরাদ্দ করেছে। যা নিয়ে অসন্তুষ্ট বিরোধী দলগুলি। আজ ৪টে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একই সওয়াল করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা চলতি লকডাউনের মেয়াদ।

পাশাপাশি করোনা পরীক্ষার টেস্ট কিটের দ্রুত জোগানের উপর জোর দেওয়ার কথা বলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। লকডাউন বৃদ্ধির পাশাপাশি শিল্প ও কৃষির জন্য বিশেষ আর্থিক ঘোষণার কথা প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি।

প্রসঙ্গত, ভিডিয়ো-বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, পিনরাই বিজয়ন, উদ্ধব ঠাকরে-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উল্লেখযোগ্য এই প্রথম কোনও বৈঠকে মাস্ক পরে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার ছুঁইছুঁই। মৃত ২৩৯ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*