বিকেল ৪টেয় নমোর সঙ্গে বৈঠক, ৫টায় মোদী বিরোধিতায় ধরনা মমতার

Spread the love

শনিবারই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টে নাগাদ রাজভবনে মোদী-মমতা বৈঠকের সম্ভাবনা। বৈঠকে একাধিক ইস্যুতে কথা হতে পারে দুজনের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিকেলে মোদীর সঙ্গে সাক্ষাতের পরই রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলনেত্রী।

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শুক্রবার থেকেই কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে মঞ্চ বেঁধে ধরনায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বিকেল ৫টা নাগাদ সেই ধরনা কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বিরোধিতায় আবারও সুর চড়াবেন তৃণমূল সুপ্রিমো। আবারও এনআরসি ও নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র সংগঠনের এই কর্মসূচির ঠিক আগেই রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে বৈঠকের সম্ভাবনা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের দাবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পে কেন্দ্রের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র বিরোধিতায় সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই দুই আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিএএ ও এনআরসি বাতিলেরও দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সিএএ ও এনআরসির পাশাপাশি এনপিআর নিয়েও একইভাবে সরব তৃণমূলনেত্রী। এরাজ্যে এনপিআরের কাজও বন্ধ রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু তৃণমূলই নয়। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন অংশে মোদী-বিরোধিতায় সরব হয়ে পথে নেমেছে বামেরাও। কালো পতাকা নিয়ে উঠেছে মোদী গো ব্যাক স্লোগান। শহরের রাজপথে নো এনআরসি, নো সিএএ লিখে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। এই আবহেই শনিবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনি ও রবিবার কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*