বদলার ম্যাচে রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মোদি থেকে মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে সকলেরই চোখ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে। ১৪০ কোটি ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললেন রোহিতরা। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য, অপরাজিত দল। এহেন ভারতীয় ব্রিগেডকে শুভেচ্ছা আর অভিনন্দনে ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা।

এদিন রোহিতরা চ্যাম্পিয়ন হতেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনছে ভারতীয় দল। তোমাদের জন্য গর্বিত। গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে দল। অনেক অনেক অভিনন্দন জানাই।’

একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘’আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ জয়ের জন্য আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন! একটি শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে, আমাদের ছেলেরা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন এবং সবক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আমরা দক্ষতা প্রমাণ করেই ট্রফি জিতেছি। ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা।’

Congratulations to our India Team for a spectacular victory in the ICC Champions Trophy tournament 2025 today!

প্রসঙ্গত, এদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের লক্ষ্যে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলদের ঘূর্ণি সামলাতে গিয়ে নাস্তানাবুদ হন কিউই ব্যাটাররা। ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েল ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হতে রোহিত শর্মাদের প্রয়োজন ছিল ২৫২ রান। যা দুবাইয়ের পাটা পিচে খুব একটা কঠিন লক্ষ্য ছিল না।
২৫২ রানের লক্ষ্য নিতে খেলতে নেমে শুরুতেই আগ্রাসীভাবে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। বিরাট কোহলি ব্যর্থ হলেও রোহিত শর্মা (৭৬), শ্রেয়স আইয়ার (৪৮) ও লোকেশ রাহুলের (অপরাজিত ৩৪) দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৪৯তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২৫ বছর আগে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের কাছে হারার বদলাও নেন রোহিতরা। দীর্ঘ ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উৎসবে মেতে উঠেছে গোটা দেশের মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*