আগামীকাল জোড়া সভা গেরুয়া শিবিরের। কাল দুটি সভা করবেন নরেন্দ্র মোদি। প্রথমে শিলিগুড়ি, তারপর ব্রিগেড। আর তারই পাল্টা হিসাবে দিনহাটায় সভা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার শিলিগুড়িতে সভা নরেন্দ্র মোদির৷ বুধবারই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন কোচবিহারের দিনহাটা থেকে। এবার উত্তরবঙ্গে ব্যাপক প্রচারে নামতে চাইছে বিজেপি। তাদের ধারণা, উত্তরবঙ্গে এখনও ধর্মীয় মেরুকরণের কৌশলে প্রচার করলে প্রভাব তৈরি করা যায়। আদিবাসী প্রধান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি মুখ করেছে জন বার্লাকে। দার্জিলিঙে বিজেপিকে সমর্থন করছে জিএনএলএফ এবং বিমল গুরুংরা। বিজেপির দাবি, জলপাইগুড়ির ধূপগুড়ি, ময়নাগুড়ির মতো বিভিন্ন এলাকাতেও তারা জোরদার লড়াই দিতে পারবে।
আর এদিকে উত্তরবঙ্গের প্রতিটি লোকসভা কেন্দ্রে একাধিক সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল। তাই এদিন দিনহাটার সভা থেকেই মোদিকে পাল্টা জবাব দেবেন মমতা।
Be the first to comment