“বই পড়তে ভালোবাসি, অভ্যাস খারাপ করছে গুগল”, মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদী

Spread the love

বই পড়তে ভালোবাসেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু গুগল তাঁর অভ্যাস নষ্ট করছে ৷ আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই কথা বলেন নরেন্দ্র মোদি ৷ এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রশংসা করে বলেন, “অযোধ্যা রায়কে দেশবাসী যেভাবে সম্মান ও ধৈর্য্যের সঙ্গে গ্রহণ করেছে, তা প্রশংসনীয়।”

‘মন কি বাত’ অনুষ্ঠানে আজ স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর বই পড়ার অভ্যাসের কথা আলোচনা করেন ৷ তিনি বলেন, “যে কোনও বিষয়ে প্রয়োজনীয় তথ্য একটি বইতে পড়ার আগেই ইন্টারনেটে সেই বিষয়ে পড়ে ফেলা যায় ৷ এইভাবেই গুগল আমার বই পড়ার অভ্যাস খারাপ করছে ৷”

অনুষ্ঠান চলাকালীন হরিয়ানার এক ছাত্র অখিল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে , তাঁর ব্যস্ততার মধ্যে সময় পেলে কি ফিল্ম দেখেন? বা তাঁর কি টিভি দেখার অভ্যাস আছে? এর উত্তরে তিনি বলেন, “আমি সবসময়ই বই পড়তে ভালোবাসতাম ৷ কিন্তু আমার ছবি দেখার আগ্রহ ছিল না ৷ আমি নিয়মিত টিভি দেখিনি ৷ শুধু সময় পেলে মাঝেমধ্যে ডিসকভারি চ্যানেল দেখতাম ৷ এরপর প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “আমি এখনও বই পড়ি ৷ কিন্তু গুগল আমার অভ্যাস নষ্ট করছে ৷”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন NCC-এর ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন ৷ তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেন ৷

https://www.facebook.com/narendramodi/videos/2461378127243584/?app=fbl

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*