আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই উপরাষ্ট্রপতির মসনদে কে বসতে চলেছেন তা নিশ্চিত হয়ে যাবে। লড়াইয়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছেন এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়। অন্যদিকে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভার দাবি, মানুষের সার্বভৌম দাবি প্রতিষ্ঠার লড়াই আজ। জেতা বা হারা নয়, বিজেপির হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার লড়াইয়ের ডাক এই উপরাষ্ট্রপতি নির্বাচন।
শনিবার সকালে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সংসদ ভবনে ভোট দিলেও ভোট দানে বিরত রয়েছেন তৃণমূল সাংসদরা।
প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে থাকার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল তৃণমূল। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিল্লিতে উপস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
Be the first to comment