দেশে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় চমকে উঠছেন সাধারণ মানুষ। সারা দেশজুড়ে আন্দোলন, প্রতিবাদের ঝড় উঠেছে। আর গত কয়েকদিনের উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানার ঘটনায় একবারও জনসমক্ষে মুখ খুলতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে মোদীকে। সেখানে মাত্র একবারই মুখ খুলেছিলেন মোদী। এ বার সেই প্রসঙ্গেই প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং একহাত নিলেন বর্তমান প্রধানমন্ত্রীকে।
উন্নাও, কাঠুয়া, দু’টি নাবালিকা ধর্ষণকাণ্ডেই নাম জড়িয়েছে মোদীর দলের নেতা মন্ত্রীদের। উন্নাওকাণ্ডে মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা৷ অন্য দিকে কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ দেশের চৌকিদার-এর।
উল্লেখ্য, গত শুক্রবার অম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথমে কাঠুয়া ও পরে উন্নাও প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারতের মেয়েরা বিচার পাবে, অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না। কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করে এদিন মনমোহন সিং বলেন, যদি প্রথম থেকে কাঠুয়াকাণ্ড কঠোর হাতে দমন করত মুফতি প্রশাসন, তাহলে বিষয়টি এত জটিল হত না ৷
Be the first to comment