আজ রাজ্যে প্রধানমন্ত্রী, মেদিনীপুরে কৃষককল্যাণ সভায় বক্তব্য রাখছেন মোদী

Spread the love
রবিবার শেষ বিশ্বকাপ জ্বর। সোমবার সকাল থেকেই শুরু রাজনীতির ঝড়। সোমবার অর্থাৎ আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মেদিনীপুরের কলেজ মাঠে নরেন্দ্র মোদির সভা। দুপুর সাড়ে বারোটায় তাঁর সভাস্থলে পৌঁছনোর কথা।
বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই পশ্চিম মেদিনীপুর ফুটছে রাজনীতির উত্তাপে। সোমবার, মেদিনীপুর শহরে কলেজ মাঠে নরেন্দ্র মোদির সভা। সাড়ে বারোটা থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর ভাষণ ৷ দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার গত চার বছরে কৃষকদের কল্যাণে কী কী উন্নয়নমূলক প্রকল্প এনেছে, তা রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন নরেন্দ্র মোদি।
২০১৯-এর ভোটই এখন গেরুয়া শিবিরের পাখির চোখ ৷ পঞ্চায়েত ভোটের পর কংগ্রেস, সিপিআইএমকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ তাই বাংলা দখলের স্বপ্ন নিয়ে আরও এগোতে চাইছে বিজেপি ৷ তাই এরাজ্য নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে অমিত শাহ-মোদি জুটি ৷ সূত্রের খবর, রাজ্যবাসীর মন পেতে এই সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী ৷
আজ বারোটা নাগাদ তিনি দিল্লি থেকে কলাইকুণ্ডায় পৌঁছন নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে মেদিনীপুর হেলিপ‍্যাড ৷ হেলিপ‍্যাড থেকে গাড়িতে করে পৌঁছবেন সভাস্থল। মোদির সভা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ প্রস্তুত মঞ্চ রবিবার দফায় দফায় সভাস্থলে গিয়ে তদারকি করেন বিজেপির রাজ‍্য ও জেলার নেতারা।
প্রধানমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তাও একেবারে আটোসাঁটো। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় চলছে এসপিজির কুকুর নিয়ে তল্লাশি ৷
‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে, গত বছর ৯ অগাস্ট, মেদিনীপুরের কলেজ মাঠে সভা করেছিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানেই এবার মোদির সভা। যে সভা থেকেই লোকসভা ভোটের প্রচারের ঘণ্টা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এ দেশে রাজনীতির বিশ্বকাপ- লোকসভা ভোটের পারদ চড়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*