রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবু ধাবির রাজকুমার মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করলেন। তাঁদের মধ্যে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে খবর। তৈলক্ষেত্রে ভারতীয় তেল সংস্থাগুলিকে ১০ শতাংশ অধিকার দেওয়ার ঐতিহাসিক চুক্তি সহ ৫ টি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছন মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মহম্মদ বিন জায়েদ ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। আবু ধাবির রাজকুমারকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর এই সফরের মাধ্যমে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেল।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরশাহীতে গেলেন মোদী। এর আগে তিনি ২০১৫ সালের আগাস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন। এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর তৈলক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে ভারত।
Be the first to comment