১৭মে-র পর কী পদক্ষেপ? আগামীকাল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Spread the love

ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুর ৩টে নাগাদ তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন তিনি। সেখানে তৃতীয় দফার লকডাউন শেষ হলে কী কী পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। এরপর পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে কেন্দ্র। এই বিষয়েই আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করতে চাইছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল, কনটেনমেন্ট জোন ও হটস্পটগুলি ছাড়া বাকি এলাকায় লকডাউন শিথিল করা হবে। কার্যক্ষেত্রে তা কতটা সম্ভব, সেই বিষয়েও আগামীকালের বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গেছে।

এদিকে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কীভাবে ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম শুরু করা যায় তা নিয়ে ইতিমধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড়ও দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*