লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান। বিরোধীরা এই নিয়ে নানা প্রশ্ন তুলেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গালওয়ান ভ্যালিতে শহিদদের বলিদান ব্যর্থ হবে না।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ভারতের ক্ষমতা আছে এর জবাব দেওয়ার। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে দফায় দফায় আলোচনায় বসেছেন দুই দেশের মেজর জেনেরাল স্তর ও বিদেশমন্ত্রক।
যদিও এখনও পর্যন্ত কোনও আলোচনা থেকেই সমাধান সূত্র মেলেনি। এবার ইন্দো-চিন সংঘর্ষের জেরে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল ৫টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৈঠকে যাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে-
১. কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী
২. DMK প্রধান এম কে স্ট্যালিন
৩. তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রশেখর নাইডু
৪. YSCRCP-র নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি
৫. ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)-র প্রধান শরদ পাওয়ার
৬. জনতা দল (ইউনাইটেড)-র নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
৭. CPI নেতা ডি রাজা
৮. CP(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
৯. বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
১০. TRS নেতা তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
১১. তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১২. শিরোমণি অকালি দল (SAD)-র প্রধান সুখবীর বাদল
১৩. লোক জনশক্তি পার্টি (LJP)-র তরফে চিরাগ পাসওয়ান
১৪. শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
১৫. সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব
১৬. BJP নেতা পিনাকী মিশ্র
প্রসঙ্গত, বিরোধীরা বারবার অভিযোগ তোলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরোধীদের মতামত নেন না। অটল বিহারী বাজপেয়ির আমলে এমন দেখা যেত না।
যদিও দেশে কোরোনা পরিস্থিতি মোকাবিলা ও কোরোনার জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়ে পরামর্শ নিতে সম্প্রতি প্রধানমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক করতে দেখা গিয়েছে। এবার ভারত-চিনের বর্তমান পরিস্থিতি নিয়েও সব দলের প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আজকের এই বৈঠকে বিরোধীদের কড়া প্রশ্নের মুখে পড়তে হতে পারে প্রধানমন্ত্রীকে।
Be the first to comment