দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক হারে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে টিকা এবং ওষুধের আকাল নিয়ে উদ্বেগ। এই পরিস্থিতিতে দেশে টিকাকরণ প্রক্রিয়ায় অগ্রগতি এবং রেমডিসিভিরের মতো ওষুধের মতো করোনা চিকিৎসায় প্রাপ্যতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য রাজ্য প্রতিনিধি ও জেলাস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবারের বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দেশে করোনাভাইরাসের আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় এই বৈঠকে। ১২ টি রাজ্যে যে ইতিমধ্যেই সক্রিয় আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি, সে বিষয়েও অবগত করা হয় প্রধানমন্ত্রীকে। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য রাজ্যগুলিতে সাহায্য করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
Be the first to comment