কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বৈঠকে অনুপস্থিত মমতা; দেখুন সরাসরি!

Spread the love

দেশের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বৈঠকে থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার তাঁর পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী। এদিন তাঁর লালগড় এবং গোপীবল্লভপুরে দুটি পূর্ব নির্ধারিত সভা রয়েছে।

ইতিমধ্যেই দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু অংশে জারি হয়েছে লকডাউন। মুসৌরি শহরের একাধিক অংশে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। শহরের গালওয়ে কটেজ, সেন্ট জর্জ স্কুল, বার্লো গঞ্জ এলাকায় পুরোপুরি শাটডাউনের অর্ডার দিয়েছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া কোনও দোকান খোলা রাখা যাবে না মুসৌরির এই অংশে।

আরও সঙ্কটজনক মহারাষ্ট্রের পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এদিন থেকেই নাগপুরে জারি হয়েছে পূর্ণ লকডাউন। চলবে ২১ মার্চ পর্যন্ত। গত দু’দিন ঔরঙ্গাবাদেও ছিল লকডাউন। আবারও কী জারি হতে পারে লকডাউন? দেশে করোনার বাড়বাড়ন্ত দেখে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে নতুন করে জল্পনা তৈরি হয়েছে জনসাধারণের মনে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে BJP। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য একটি টুইটে লেখেন, ‘দেশের কোভিড পরিস্থিতির আগে কীভাবে রাজনীতিকে প্রাধান্য দেন একজন মুখ্যমন্ত্রী? যে কোনও বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধীতাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*