নয়াদিল্লির তিন মূর্তি ভবনে সব প্রধানমন্ত্রীর স্মরণে মিউজিয়াম করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

নয়াদিল্লির তিন মূর্তি ভবনে সব প্রধানমন্ত্রীর স্মরণে মিউজিয়াম করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ভবনে এখন কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতিতে একটি মিউজিয়াম ও গ্রন্থাগার রয়েছে। সেখানে আর কিছু নির্মাণ না করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কড়া ভাষায় চিঠি দিয়েছেন মোদীকে। সেখানে বলেছেন, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। নেহরুর স্মৃতিবিজড়িত ভবনটিতে হাত দেওয়া ঠিক নয়।

সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা তুলে মনমোহন লিখেছেন, তাঁর আমলে কখনও তিনমূর্তি ভবনে হাত দেওয়া হয়নি। দুঃখের বিষয়, বর্তমান সরকার ওই ভবনে আরও অনেক কিছু নির্মাণ করতে চায়।

সরকার তিনমূর্তি ভবন নিয়ে যে প্রকল্প তৈরি করেছে, তাতে খরচ হবে ২৭০ কোটি টাকা। মনমোহন সিং লিখেছেন, ওই ভবনটি দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে উৎসর্গ করা হয়েছিল। তিনি আমাদের রাষ্ট্রের প্রধান স্থপতি। ভারতে তো বটেই, সারা বিশ্বের মানুষ তাঁকে শ্রদ্ধা করেন। নেহরুর প্রয়াণের পরে বাজপেয়ী যে ভাষণ দিয়েছিলেন, তা চিঠিতে উল্লেখ করা হয়েছে। মনমোহন লিখেছেন, নেহরুর প্রতি বাজপেয়ীর যে ভাবাবেগ ছিল, তাকে সম্মান করা উচিত। তিনমূর্তি ভবনে প্রধানত নেহেরু ও স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতিচিহ্ন রয়েছে। ওখানে তাই থাকা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*