‘যে নিয়ম মানতে বলে, সবাই তাকে স্বৈরাচারী বলে’- বেঙ্কাইয়া নাইডু প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

Spread the love
যে নিয়ম মানতে বলে, সবাই তাকে স্বৈরাচারী বলে। সম্প্রতি এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর লেখা একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই কথা বলেন মোদী। এই বইয়ে বেঙ্কাইয়া নাইডু মূলত, এক বছরের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন। ২৪৫ পাতার এই বইয়ের নাম  ‘মুভিং অন, মুভিং ফরোয়ার্ড: এ ইয়ার ইন অফিস’।
এই বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বেঙ্কাইয়ার নিয়মানুবর্তিতার প্রশংসা করে বলেন, ‘বেঙ্কাইয়া একজন নিয়ম মেনে চলা ব্যক্তি। কিন্তু আমাদের দেশের এখন যে অবস্থা তাতে কাওকে নিয়ম মেনে চলতে বলাটাই অগণতান্ত্রিক। যদি কেউ নিয়ম মেনে চলতে বলে, তাহলে তাকে এ দেশে বলা হয় স্বৈরাচারী। কিন্তু বেঙ্কাইয়াজি যে নিয়ম মেনে চলতে বলেন, সেটা তিনি নিজেও মেনে চলেন।’
বেঙ্কাইয়া নাইডুর সম্পর্কে মোদী আরও বলেন, ‘আজ থেকে নয়, দীর্ঘ ৫০ বছর ধরে নিজের এই ডিসিপ্লিন মেনে চলছেন বেঙ্কাইয়াজি। ১০ বছরের ছাত্র রাজনীতি ও তারপর দীর্ঘ ৪০ বছরের রাজ্য ও দেশের রাজনীতিতে বেঙ্কাইয়ার অবদান ভোলার নয়। এই বইয়ে কীভাবে নতুন ভারত গড়ে তোলা যাবে সেই ব্যাপারেই দিক নির্দেশ করেছেন বেঙ্কাইয়াজি।’
মোদী আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চেয়েছিলেন বেঙ্কাইয়া নাইডুকে মন্ত্রীর পদ দিতে। কিন্তু বেঙ্কাইয়া নিজে চেয়েছিলেন রুরাল ডিপার্টমেন্ট। তিনি চেয়েছিলেন মাটির কাছাকাছি থাকতে। তিনি কৃষকদের উন্নতির জন্য সারাজীবন অনেক কাজ করেছেন।
প্রসঙ্গত, মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারকে অনেক সময়েই বিরোধীরা স্বৈরাচারী সরকার বলে আক্রমণ করেছেন। তাঁর বিভিন্ন সিদ্ধান্তকে তুঘলকি সিদ্ধান্ত বলে সমালোচনা করা হয়েছে। সেই সমস্ত সমালোচনা ও আক্রমণের জবাব দেওয়ার জন্যই হয়তো মোদী এই বই প্রকাশের মঞ্চকে বেছে নিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*