শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবেন নেপালের প্রধানমন্ত্রী

Spread the love

গত কয়েকমাস ধরে ভারত-নেপাল সম্পর্কে অবনতি দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে চিনের মদত। ভারতের একাধিক জায়গা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার রাম জন্মভূমি নেপালে বলে দাবি করেও বিতর্ক তৈরি করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

অবশেষে নাকি গলছে বরফ। মোদীর সঙ্গে কথা বলবেন তিনি। সূত্রের খবর, ১৫ অগস্টেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথন হতে পারে তাঁর। নেপালের একটি নিউজ আউটলেটে এমনটাই দাবি করা হয়েছে।

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে চলা সংঘাতের সম্পর্কের মাঝে ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ওলি। শোনা যাচ্ছে, ওই দিন ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেই ফোন করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*