প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যপ্রকল্প চালু করেছেন। সেজন্য তাঁকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন মোদীরই দল বিজেপির তামিলনাড়ু শাখার প্রধান তামিলিসাই সুন্দররাজন। তামিলিসাইয়ের স্বামী প্রফেসর পি সুন্দররাজনও মনে করেন, মোদীর নোবেল পাওয়া উচিত। তিনি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেফ্রলজির সিনিয়ার কন্সালট্যান্ট।
বিজেপি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করার জন্য তামিলিসাই সুন্দররাজন মোদীকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এর ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আসবে।
নোবেল পুরস্কারের মনোনয়ন সম্পর্কে ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বর মাসে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন শুরু হয়। ২০১৯ সালের মনোনয়নের জন্য শেষ দিন ৩১ জানুয়ারি।
Be the first to comment