বারাণসীতে গতকালের রোড-শোর পর শুক্রবার জেলা কালেক্টরেটের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে মোদী বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের মধ্যে প্রথম এই ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি। প্রতিষ্ঠানপন্থী হাওয়া বইছে। মোদী আরও বলেন, পূর্বে সরকার গঠন হত। শেষ পাঁচ বছরে মানুষ দেখেছে, সরকার কাজ করছে। কখনই নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখিনি। আমি সব কার্যকর্তাদের সঙ্গে কথা বলি। প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তব্য পালন করি। সাংসদ হিসেবেও পালন করি।
এদিন মোদীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি, যোগী আদিত্যনাথের মতো নেতারা। এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানরা।
Be the first to comment