বারাণসীর এনআরআইদের সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী

Spread the love

মঙ্গলবার বারাণসীর প্রবাসী ভারতীয়দের সভায় উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্রে প্রবাসী ভারতীয়দের এক সভায় বক্তব্য রাখছিলেন মোদী। মঙ্গলবার প্রবাসী ভারতীয় দিবস। আর সেই উপলক্ষেই বারাণসীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।     

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন কেন্দ্রীয় সরকার ১ টাকা পাঠালে জণগনের কাছে  ১৫ পয়সা পৌঁছয়। মোদী বলেন, এটা বন্ধ করতে সরকার কিছুই করেনি।মানুষ  নিজেদের করের টাকা  দিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে টাকা নয় ছয় হয়ে  যাওয়া নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি সরকার। পাশাপাশি পরিসংখ্যান দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ৫ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলে তার মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার টাকাই গায়েব হয়ে যেত।

 এদিকে এদিনের সভায় মোদী বলেন প্রবাসীরাই বিদেশে ভারতকে প্রতিনিধিত্ব করেন । নমো জানান, আমি মনে করি প্রবাসী ভারতীয়রাই বিশ্বের দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করেন। দেশের সংস্কৃতি তাঁদের মাধ্যমেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*