আজ ফের বাংলা সফরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে একের পর এক আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি বলেন, ‘তৃণমূলের দুর্নীতির কারণে খাদি এবং বস্ত্রশিল্প শেষ হয়ে যাচ্ছে। দমদম-বারাসত মেট্রোর কাজ দ্রুত হবে। বাংলার বিজেপি সরকার আমফান পীড়িতদের কোনও ভেদাভেদ ছাড়াই ত্রাণ পাঠাবে দ্রুততার সঙ্গে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকে যাতে বাড়ি পায় তার কাজের গতি বাড়ানো হবে। বিদ্যুৎ, পানীয় জল, রান্নার গ্যাসের সুনিশ্চয়তা দেবে বিজেপি-র সরকার।”
তিনি আরও বলেন, ” প্রত্যেক বাঙালী বলছে, পীড়িতরা বলছে, পুরো বাংলার কোণা কোণা থেকে আওয়াজ আসছে, ২ মে দিদি যাচ্ছে। বিজেপি আসছে। দিদি, আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনি শুধু গরিবদের বাড়ি লুঠ করেননি, বরং এই সঙ্কটজনক সময়ে মনরেগা-র সুবিধা আপনার তোলাবাজরা ছিনিয়ে নিয়েছে।”
মোদী বলেন, ” মা মাটি মানুষের কথা বলা দিদির কাছে বাংলাৃর মানুষের অনেক আশা ছিল। সংবেদনশীলতা আশা করেছিলেন। কিন্তু আমপানে গরিবদের বাড়ি, স্বপ্ন ছিনিয়ে নিয়েছেন। যত কষ্ট আমফান না দিয়েছে, বাংলার মানুষকে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে দিদির বিশ্বাসঘাতকতা।”
Be the first to comment