শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক সম্মাননিধি ঘোষণা করলেন। কথা বললেন বিভিন্ন রাজ্যের কৃষকদের সঙ্গে। তবে তার মধ্যে দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং কেরল নিয়ে দুই সরকারকেই বিঁধলেন প্রধানমন্ত্রী।
এদিন মোদী জানান, ‘প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা দেশ জুড়ে সমস্ত কৃষকেরা পাচ্ছেন, পাচ্ছেন না শুধু পশ্চিমবঙ্গের কৃষকেরা। এবং সেটা পাচ্ছেন না সম্পূর্ণ রাজনৈতিক কারণে। পশ্চিমবঙ্গে লাখ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের এই সুবিধা পাচ্ছেন না। পেতে দিচ্ছে না বাংলার সরকার। অথচ সেই সরকারই বাংলা থেকে দিল্লি এসে কৃষকদের আন্দেলনকে সমর্থন জানাচ্ছে! মোদী তীব্র ভাষায় মমতার সমালোচনা করে বলেন, কৃষক সম্মান নিধি নিয়ে রাজনীতি করছে বাংলার সরকার।’
আজ প্রধানমন্ত্রী কেরলেরও সমালোচনা করেছেন। তিনি পশ্চিমবাংলায় বাম আমলে কৃষকদের জন্য কিছু করা হয়নি বলে উল্লেখ করেন। এবং এই বামেরাই কেরলে একই ভাবে কৃষকদের নানা সুবিধা থেকে বঞ্চিত করছে।
Be the first to comment