বুধবার লন্ডনের অনুষ্ঠানেও উঠ এলো নোট বাতিল প্রসঙ্গ। দুর্নীতি রোধে তিনি পিছপা হন না বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী। নোটবন্দির জেরে দেশবাসীকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলেও, স্বীকার করলেন তিনি।
উল্লেখ্য, ২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নোটবাতিলের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুঘলকি সিদ্ধান্তের অভিযোগ তোলেন বিরোধীরা। নোটের লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয়েছিল দেশবাসীকে। ওয়েস্টমিনস্টারে ভারত কি বাত, সব কা সাথ শীর্ষক অনুষ্ঠানের মঞ্চে নরেন্দ্র মোদির সওয়াল, দেশ দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাই এই লড়াইয়ে তিনি পিছু হটবেন না।
নোটবাতিলের পাশাপাশি জিএসটির ধাক্কাও দেশবাসীকে আরও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন মোদী।
Be the first to comment