৫ স্তম্ভকে ভিত্তি করে দিনবদলের ডাক, করোনা সঙ্কটে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি, যা ক্রমাগত কঠিন হচ্ছে। আর এই অবস্থায় ভারতের আত্মনির্ভরতার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন তিনি।

দেশের সব মানুষই এই প্যাকেজের আওতায় থাকবেন। বুধবার থেকে অর্থমন্ত্রী ‘আত্মনির্ভর ভাফরত অভিযান’-এর এই প্যাকেজের ব্যাখ্যা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী। মোট ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন তিনি, যা ভারতের জিডিপি-র প্রায় ১০ শতাংশ বলে জানিয়েছেন তিনি।

কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র, মধ্যবিত্ত সবার জন্যই কাজ করবে এই প্যাকেজ। মোদী বলেন, এতে ভারতের সব সেক্টরের গতি বাড়বে ও কাজের মানও উন্নত হবে। ঠেলাওয়ালা কিংবা শ্রমিকের কষ্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা অনেক তপস্যা করেছে। অনেক কষ্ট করেছে। আজ ওদের আর্থিক উন্নতির জন্য আমাদের বড় কোনও পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় দোকান কিংবা ম্যানুফ্যাকচারারের গুরুত্ব আমরা সংকটের সময় বুঝেছি। সময় আমাদের শিখিয়েছে, লোকাল বা স্থানীয় এই সব ক্ষেত্রই আমাদের জীবনের মন্ত্র হয়ে উঠবে। গ্লোবাল ব্র্যান্ডগুলোও একসময় লোকাল ছিল। তারপর তাদের প্রচার হওয়াতেই তারা বিশ্বে জায়গা করে নিয়েছে।’ তাই প্রধানমন্ত্রীর আর্জি স্থানীয় ব্র্যান্ডের জিনিসপত্র কেনার পাশাপাশি, তার প্রচারও করতে হবে।

নমো জানান, দীর্ঘকাল ধরে গৌরবান্বিত ইতিহাস। সময় বদলেছে, দেশ পরাধীন হয়েছে। আজ বহুকাল পরে বিকাশ দেখছে ভারত। তখনই বিপদের মুখোমুখি হতে হয়েছে। এই বিপদকে সুযোগে বদলে ফেলতে হবে। তিনি তুলে আনেন গুজরাটের ভূমিকম্পের উদাহরণ। বলেন, আমি কচ্ছ্বের ভূমিকম্প দেখেছি। দেখে মনে হত কচ্ছ্ব মৃত্যুপুরী। ভাবিনি সব বদলাবে। কিন্তু কচ্ছ্ব বদলেছে। আমরা যদি সিদ্ধান্ত নিই, তবে আমরা তা সাকার করবোই।

কিন্তু কোন পথে সাকার হবে স্বপ্ন? প্রধানমন্ত্রী পাঁচটি স্তম্ভের কথা বলছেন। তাঁর কথায় আমাদের প্রথম স্তম্ভ অর্থনীতি।দ্বিতীয় পরিকাঠামো, তৃতীয় স্তম্ভ আমাদের ব্যবস্থাপনা যা প্রযুক্তিভিত্তিক। চতুর্থ স্তম্ভ জনসংখ্যা এবং পঞ্চম স্তম্ভ চাহিদা। তাঁর যুক্তি দেশে চাহিদা বাড়াতে আমাদের চাহিদে যোগানের শৃঙ্খল  আরও জোরদার করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*