প্যারিসের UNESCO হেড কোয়ার্টাসে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে শুক্রবার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অনেকে প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান। কিন্তু আমি সেরকম ভারতীয়দের মধ্যে পড়ি না। এদিনের সম্মেলনে ফের একবার নিজের সরকারের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরলেন মোদী ৷ বুঝিয়ে দিলেন তাঁর আমলে কীভাবে উন্নয়নের সিঁড়ি আঁকড়ে ধরে এগিয়ে চলেছে তাঁর দেশ ৷ দাবি করলেন বর্তমান কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে আটকে দিয়েছে ৷ দেশের আর্থিক বিকাশ হয়েছে তাঁর সরকারের আমলেই ৷ পাশাপাশি নরেন্দ্র মোদী দাবি করেন তিন তালাকের মতো দীর্ঘদিন ধরে চলে আসা একটি প্রথাকে বন্ধ করে কীভাবে মুসলিম মহিলাদের আলোর সামনে এনেছে তাঁর সরকার, সে কথা ৷
প্রবাসী ভারতীয়দের সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর বার্তা, মহাকাশে পৌঁছেছে গবেষণা ৷ চাঁদে পৌঁছেছে ভারতের পা ৷ দেশ থেকে মুক্ত হচ্ছে সন্ত্রাসবাদ ৷ উন্নয়নের পথে এগিয়ে চলেছে দেশ ৷ মোদীর আশা, আগামীদিনে আর্থিক সমৃদ্ধির দিক থেকে ভারত আরও এগিয়ে যাবে ৷ গত বছর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। তাই, ফ্রান্সে গিয়ে ফুটবলের কথাও তুলে ধরলেন মোদী। এক সুরে বলে রাখলেন লক্ষ্যমাত্রার কথাও। মোদী বলেন, আমি যে দেশ থেকে এসেছি সেখানকার মানুষ ফুটবল ভালোবাসেন। আপনারা একটি গোলের গুরুত্ব বোঝেন। এটাই সাফল্যের মাপকাঠি।
এছাড়াও তাঁর আমলে দেশ থেকে দুর্নীতি দূর হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ আজ দুর্নীতি (খানিকক্ষণ চুপ থেকে) মুক্ত। প্রধানমন্ত্রী যখন দেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তখন হাজার জনতার করতালিতে ফেটে পড়ছিল গোটা অডিটোরিয়াম ৷ একটিবারও বোঝার উপায় ছিল না দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কোনও সম্মেলনে রয়েছেন প্রধানমন্ত্রী ৷
শুনুন এদিন কী বললেন মোদী?
Be the first to comment