সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী ভাষণে নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি বার্তা দিলেন, “বিশ্বকে পথ দেখাবে ভারত।”
শীতকালীন অধিবেশন সচল রাখার বিষয় সকল সাংসদকে বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, “আমরা আজাদি কা মহোৎসব পালন করছি’ এবং যখন ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে।” এছাড়াও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আদিবাসী সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন। তাঁর আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সমাজের অনগ্রসর শ্রেণি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে আমাদের উপ-রাষ্ট্রপতি একজন কিষাণ-পুত্র। আমাদের উপ-রাষ্ট্রপতির আইনি বিষয়ে অনেক জ্ঞান রয়েছে।”
এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, “সংসদ বিশৃঙ্খল হতে দেখলে নতুন সাংসদরা ব্যথিত হন। সমস্ত দলের নেতা ও সংসদের সকল সদস্যের কাছে আবেদন, যাঁরা প্রথমবার সংসদে এসেছেন, যাঁরা নতুন সাংসদ, তাঁদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দিন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে আলোচনা করব। অধিবেশন স্থগিত হলে সংসদের ক্ষতি হয়। সংসদ চলা খুবই জরুরি।” জি-২০ সম্মেলন সফল করারও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি-২০ সম্মেলনে সভাপতিত্ব ভারতের কাছে একটা বড় সুযোগ। জি-২০ সম্মেলন শুধু কূটনৈতিক সম্মলন নয়, ভারতকে বিশ্বের কাছে তুলে ধরার মঞ্চ হল জি-২০।”
Be the first to comment