বাপুর মন্ত্র লাখো মানুষকে শক্তি জোগায়, গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নরেন্দ্র মোদীর

Spread the love

আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী ৷ শনিবার সকাল সকাল টুইটারে বাপুর নীতি, আদর্শকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ গান্ধিজির মন্ত্র কীভাবে গোটা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে মানুষের অনুপ্রেরণা ও শক্তি হয়ে দাঁড়িয়েছে তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ এরপর রাজঘাটে গিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান ৷

টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “জাতির জনক মহাত্মা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ৷ শ্রদ্ধেয় বাপুর জন্ম জয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা ৷ পূজনীয় বাপুর জীবন এবং আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে পথ চলার অনুপ্রেরণা জোগাতে থাকবে ৷” তিনি আরও লেখেন, “তাঁর আদর্শ বিশ্ব দরবারে গ্রহণযোগ্য ৷ তিনি লাখো মানুষকে তাঁর আদর্শ দিয়ে অনুপ্রাণিত করেছেন ৷” একই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েও টুইট করেন মোদী ৷ রাজঘাটের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাটেও যান তিনি ৷

এদিন প্রধানমন্ত্রী ছাড়াও গান্ধীর জন্মজয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ৷ রাষ্ট্রপতি ও সোনিয়া গান্ধি দুজনেই এরপর বিজয়ঘাটে যান ৷ রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার ওম বিড়লা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ দেশ ও দেশের বাইরে আজ গান্ধি জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।

২ অক্টোবর দিনটি বিশ্বজুড়ে অহিংস দিবস হিসেবে পালিত হয় ৷ সেই উপলক্ষে টুইট করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ বিশ্ব জুড়ে শান্তির বার্তা দিয়েছেন তিনি ৷ লিখেছেন, ঘৃণা, বিভাজন এবং দ্বন্দ্বের দিন কেটে গিয়েছে ৷ শান্তি, বিশ্বাস এবং সহিষ্ণুতার এক নতুন যুগের সূচনা করার সময় এসেছে। এই আন্তর্জাতিক অহিংস দিবস এবং গান্ধীর জন্মদিনে আসুন তার শান্তির বার্তা শুনি এবং সকলের জন্য একটি ভাল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ হই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*