১১,৪০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেছেন, জনগণের টাকা লুঠের ঘটনা মেনে নেওয়া হবে না। আর্থিক নয়ছয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
এদিন একটি বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই সরকার আর্থিক নয়ছয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এটা চলতেই থাকবে। সিস্টেমই জনগণের টাকা লুঠ হতে দেবে না। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বিরোধীদের নানা কটাক্ষ সত্ত্বেও মুখ খোলেন নি প্রধানমন্ত্রী। পিএনবি-র মতো আর্থিক তছরুপের ঘটনায় প্রথমে সাংবাদিক সম্মেলন করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
Be the first to comment