বিশেষ প্রতিনিধি,
দিল্লি জুড়ে নরেন্দ্র মোদীর পোস্টার পড়েছে৷ পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ তুঙ্গে উঠেছে বিতর্ক৷ এই পোস্টারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ পোস্টারের তলায় বড় বড় করে লেখা ‘দ্য লাই লামা’ অর্থাৎ মিথ্যুক লামা। এমন পোস্টার পড়তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিশে খবর পাঠানো হয়৷
এই ঘটনায় বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে দিল্লির আপ সরকার৷ দেওয়াল থেকে পোস্টার খুলে নিয়ে গিয়ে মুখ বাঁচানোর কিছুটা চেষ্টা করেছে পুলিশ৷ কিন্তু কর্ণাটক বিধানসভা নির্বাচনের ঠিক একদিন আগে দিল্লি জুড়ে এই পোস্টার পড়ায় তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পোস্টার যারা লাগিয়েছে, তাদের কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ৷ এইসব এলাকায় সিসিটিভি লাগানো রয়েছে। তা সত্ত্বেও কাউকে এখনও গ্রেফতার করা যায়নি৷ পোস্টারগুলিতে কারোর নাম বা ঠিকানা নেই৷ ফলে গোটা ঘটনায় কারা রয়েছে, তাদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ৷ সম্পত্তির সৌন্দর্যহানি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিস সূত্রে খবর, এই ব্যঙ্গাত্মক পোস্টারগুলি দেখতে পাওয়া যায় মন্দির মার্গ, জে ব্লক এলাকা, এনডিএমসি এলাকা, সেন্ট্রাল দিল্লির প্যাটেল নগর এবং শঙ্কর রোড এলাকায়। বহু বিজেপি নেতা ও সদস্যরা এই পোস্টারের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। তার ফলেই বৃহস্পতিবার রাত ১০:১৫ মিনিট নাগাদ এই পোস্টারগুলি দেওয়াল থেকে সরিয়ে ফেলা হয়৷
Be the first to comment