স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য পুরস্কৃত মোদী, স্বপ্ন দেখালেন বিশ্বকে

Spread the love

“স্বচ্ছ ভারত” প্রকল্পের জন্য গোলকিপার্স গ্লোবাল গোলস পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পুরস্কারটি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন। অনুষ্ঠান আয়োজকদের মতে, বৈষম্য ও দারিদ্রের অবসান ঘটিয়ে উন্নয়নের জন্য বিশ্বের সমস্ত নেতাদের এক জায়গায় একত্রিত করার লক্ষ্যে বিল ও মেলিন্ডা গেটসের হাত দিয়ে গোলকিপার্স পুরস্কার দেওয়ার রীতি শুরু হয়।

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে তাঁর সম্মানে ২০১৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত প্রকল্পের উদ্বোধন করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে গ্রাম ও শহর পরিষ্কার রাখাই ছিলো মূল লক্ষ্য। পুরস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজির স্বচ্ছতার স্বপ্ন এখন বাস্তব রূপ পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) রিপোর্ট অনুযায়ী তিন লাখ মানুষ এই প্রকল্পের দ্বারা (রোগ থেকে) রক্ষা পেয়েছে। এই ধরনের প্রকল্পের কথা এর আগে কখনও শোনা যায়নি।

স্বচ্ছ ভারতের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে ভারত নিজের দক্ষতা ভাগ করে নিতে চায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানিয়ে মোদী বলেন, স্কুলে শৌচালয় না থাকায় মেয়েরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। আমি খুশি যে স্বচ্ছতায় নিজেদের এগিয়ে রাখতে স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে ভারতের রাজ্যগুলি এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। এই পুরস্কার আমার নয়, কোটি কোটি ভারতীয়র। যারা শুধু স্বচ্ছ ভারতের স্বপ্নই পূরণ করেননি, এটাকে তাঁদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্তও করে নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*