প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হলেন রাহুল

Spread the love

জনসভা থেকে তখন প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিচ্ছিলেন রাহুল গান্ধী৷ ভিড়ে ঠাসা জনসভা৷ হঠাৎই সামনের সারিতে থাকা এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে বসলেন৷ সেই কটূক্তি শুনে রাহুল গান্ধী ভাষণ বন্ধ করেন৷ সরাসরি ওই সমর্থককে লক্ষ্য করে বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরণের কটূক্তি শোভা পায়না৷ এই পদটিকে সম্মান জানানো দরকার৷ কংগ্রেস এরকমই বিশ্বাস রাখে৷ প্রধানমন্ত্রীকে নিচ আদমি বলে কটূক্তি করে প্রবল সমালছিত হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনিশঙ্কর আইয়ার। তাঁকে সাসপেন্ড করেছে দল। এই ইস্যুতে গুজরাটে দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার সরগরম।

মনিশঙ্কর ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন মোদী। তিনি বলেন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পাক কূটনীতিকদের আলোচনা প্রসঙ্গেও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রথম পর্বের ভোট শেষ। শেষ পর্বের ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ তিব্র হচ্ছে গুজরাটে। বিভিন্ন সমীক্ষায় প্রকাশ ক্ষমতাসীন বিজেপি বনাম বিরোধী কংগ্রেসের লড়াই চলছে সমানে সমানে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*