রাফাল নিয়ে মোদীর পিছু ছাড়বেন না রাহুল

Spread the love

রাফাল চুক্তি নিয়ে বুধবার লোকসভায় বিতর্ক শুরু হয়েছে। সম্ভবত বৃহস্পতিবার দুপুরে তার জবাবি বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার রাতেই মোদীকে ফের খোঁচা দিলেন রাহুল। এদিন কংগ্রেস সভাপতি টুইট করে বললেন, কাল সংসদে রাফাল-পরীক্ষার মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল আরও লিখেছেন, এই নিন পরীক্ষার চারটি প্রশ্ন,- এক, বায়ুসেনার যখন ১২৬ টি যুদ্ধ বিমান দরকার ছিল, তখন ৩৬টি রাফাল কেনা হয়েছে কেন? দুই, কেন ৫৬০ কোটি টাকার পরিবর্তে ১৬০০ কোটি টাকা দিয়ে একেকটি রাফাল কেনা হয়েছে? এবং চার নম্বর, হিন্দুস্তান অ্যারোনটিক্সের বদলে কেন AA (পড়ুন অনিল আম্বানি)-কে অফসেটের বরাত দেওয়া হল? তবে কৌতূহলের বিষয় হল, প্রধানমন্ত্রী নিজে জবাব দেবেন তো, নাকি তাঁর হয়ে প্রক্সি দেবেন অন্য কেউ!

তবে এখানেই থামেননি রাহুল গান্ধী। পরক্ষণেই আবার টুইট করে লিখেছেন, তিন নম্বর প্রশ্নটা তুলে নিয়েছি। কারণ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, গোয়া টেপের কথা সংসদে বলা যাবে না। মোদীজির কাছে জানতে চাইছি, রাফায়েল চুক্তির কাগজ কেন মনোহর পার্রিকর তাঁর বেডরুমে রেখেছেন? ওতে কী আছে?

এরপর ফের সন্ধ্যায় এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাফাল নিয়ে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মাত্র কুড়ি মিনিটের জন্য নরেন্দ্র মোদী আমার সঙ্গে তর্কে বসুন। বুঝিয়ে দেব, রাফায়েল, কমব্যাট এয়ারক্রাফ্ট, কৌশলগত বিষয় নিয়ে কী বুঝি কী বুঝি না!

এ সবের পর আবার রাতে টুইট করেন রাহুল। যার অর্থ পরিষ্কার,- উনিশের ভোট পর্যন্ত রাফাল কাঁধে নিয়ে মোদীকে তাড়া করে যাবেন কংগ্রেস সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*