এক নম্বর দুর্নীতিগ্রস্ত হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার বাবা। শনিবার উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধীকে এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। বোফর্স দুর্নীতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন তিনি। উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে সরাসরি রাজীব গান্ধির আমলের বোফর্স দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন তিনি। তারপরই রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাশাপাশি এদিন নাম না করে রাহুলকে কটাক্ষ করে মোদী বলেন, নামদাররা স্পষ্টভাবে শুনে রাখুন যে, মোদী সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। কোনও রাজ পরিবারেও জন্ম হয়নি তাঁর। প্রসঙ্গত, রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার এনডিএ সরকার ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে কংগ্রেস। অনিল আম্বানির কোম্পানিকে অবৈধভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তোলে তারা। এরই জবাবে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাককালীন বোফর্স কামান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিলো, সেই প্রসঙ্গ তোলেন মোদী। যদিও আদালত জানিয়ে দিয়েছিল যে রাজীব গান্ধীর বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
Be the first to comment