১০০ দিনে কোনও উন্নয়ন নেই, অভিনন্দন মোদী সরকারঃ রাহুল গান্ধী

Spread the love

দ্বিতীয় NDA সরকারের ১০০তম দিনে তাদের কটাক্ষ করে অভিনন্দন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের দাবি, গত ১০০ দিনে কোনও কাজই হয়নি। রাহুলের অভিযোগ; নেতৃত্ব, দিশা ও পরিকল্পনার ঘাটতির কারণে অর্থনীতির বিধ্বস্ত অবস্থা। টুইটে রাহুল গান্ধী আরও লিখেছেন, #100DaysNoVikas-এ মোদী সরকারকে অভিনন্দন। গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া, সমালোচকদের চুপ করাতে সংবাদমাধ্যমকে আজ্ঞবহ করে রাখা, নেতৃত্ব দিশা ও পরিকল্পনার ঘাটতি ঠিক করা সবচেয়ে প্রয়োজন। তবেই পাল্টাবে বিধ্বস্ত অর্থনীতির পরিস্থিতি।

এদিকে রবিবার কংগ্রেসের তরফেও টুইটে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগা হয়। দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ বছরকে তারা বর্ণনা করেছে স্বৈরাচার, বিশৃঙ্খলা ও অরাজকতার সময় হিসেবে।

এই সময়ে দেশের অর্থনীতি ধসে পড়েছে বলে দাবি করে কংগ্রেস কয়েকটি পরিসংখ্যানও তুলে ধরেছে। বলা হয়েছে, গত কয়েক বছরে সবচেয়ে সংকটে রয়েছে অটোমোবাইল সেক্টর। এ দিকে, সরকার বলে যাচ্ছে আমেরিকা ও চিনের থেকে ভালো অবস্থা আমাদের অর্থনীতির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*