সংসদের বাদল অধিবেশনে উপস্থিত থাকতে না-পারলেও প্রতিদিন ট্যুইটারে কেন্দ্রকে তুলোধনা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ বুধবার লাদাখ সীমান্ত ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন রাহুল ৷ ট্যুইটারে রাহুল কেন্দ্রকে নিশানা করে লিখলেন, ‘মোদি সরকার ভারতীয় সেনার পাশে নাকি চিনের?
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেডিক্যাল চেক-আপের জন্য সনিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন রাহুল ৷ কিন্তু সংসদে উপস্থিত না থাকলেও পরিযায়ী শ্রমিক, দুর্বল অর্থনীতি, মূল্যবৃদ্ধি থেকে লাদাখ-সব ইস্যুতেই কেন্দ্রকে তোপ দাগছেন কংগ্রেস সাংসদ ৷
রাহুল ট্যুইটারে লেখেন, আপ ক্রোনোলজি সমঝিয়ে (আপনারা ক্রোনোলজিটা বুঝুন), প্রধানমন্ত্রী বলেন সীমান্তে কেউ ঢোকেনি ৷ চিনের ব্যাঙ্ক থেকে মোটা ঋণ নেন৷ তারপর প্রতিরক্ষামন্ত্রী বলেন অনুপ্রবেশ হয়েছে৷ এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অনুপ্রবেশ হয়নি৷ মোদি সরকার ভারতীয় সেনার সঙ্গে না চিনের সঙ্গে? এত ভয় কীসের?’
মঙ্গলবার লাদাখ ইস্যুতে বিবৃতি দিতে গিয়ে সীমান্তে অনুপ্রবেশের উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করে, গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি৷ এ দিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অনিল আগরওয়াল বলেন, ‘গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেনি৷ তবে পাকিস্তান থেকে ৪৭ বার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে গত ফেব্রুয়ারি থেকে ৷
Be the first to comment