৬০টি বিখ্যাত কোম্পানীর সিইও-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কটাক্ষ করলেন রাহুল

Spread the love

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬০টি বিখ্যাত কোম্পানীর সিইও-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে ভারতের বৃদ্ধির কথা এবং ব্যবসায় এদেশে সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, এখন ভারত মানেই বানিজ্য। দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২১ বছর আগে শেষ যখন ভারতীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এসেছিলেন, সেটা ছিল ১৯৯৭ সাল। তখন ভারতের জিডিপি ছিল ৪০০ বিলিয়ন ডলারের সামান্য বেশি। তারপর থেকে তা ৬ গুণ বেড়েছে। নমো আরও জানান, প্রযুক্তি এই দুনিয়ায় বিরাট শক্তি হয়ে উঠেছে। আমরা কীভাবে আচরণ করি, তার পাশাপাশি রাজনীতি সহ জীবনের নানা বিষয়ে তার বিরাট প্রভাব পড়ছে। বিনিয়োগের সুবিধাজনক গন্তব্য হিসেবে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। গ্লোবাল কনসালটেন্সি এজেন্সি পিডব্লুসি-র সিইও-দের সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় এখনও প্রথম স্থানে রয়েছে অ্যামেরিকা। পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে এখন দাভোসে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট৷ ভারত-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গণতন্ত্র সহ আরও একাধিক বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে। প্রসঙ্গত, ১৯৯৭সালের পর প্রায় ২০বছর পর ফের ভারতের কোনও প্রধানমন্ত্রী ফোরাম মিটিংয়ে অংশগ্রহণ করলেন।

আর মঙ্গলবারের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন টুইটারে রাহল লেখেন,

প্রিয় প্রধানমন্ত্রী,

সুইজারল্যান্ডে স্বাগত। দয়া করে দাভোসে জানান, কেন দেশের ৭৩ শতাংশ সম্পজ ১ শতাংশ মানুষের হাতে সীমাবদ্ধ? আমি আপনার রেফারেন্স হিসেবে একটি রিপোর্ট যোগ করলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*