সংসদের বাজেট অধিবেশন ভেস্তে যাওয়ার ঘটনায় আবারও মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল মোদীকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী দেশের সব জায়গায় যেতে পারেন, কিন্তু লোকসভায় এসে ভাষণ দেওয়ার জন্য তাঁর হাতে ১৫ মিনিট সময় নেই। প্রসঙ্গত, নিজের কেন্দ্র আমেঠিতে তিন দিনের সফরে এসেছেন রাহুল। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনিয়া তনয় বলেন, ১৫ মিনিট বলার সুযোগ পেলেও উনি লোকসভায় আমাদের প্রশ্নের সামনে দাঁড়াতে পারবেন না।
পাশাপাশি এদিন কংগ্রেস সভাপতির কথায় উঠে আসে রাফালে, নীরব মোদী ও মেহুল চোকসি সহ একাধিক ইস্যু। এদিন রাফালে প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ফ্রান্স থেকে ৩৬ টি ফাইটার জেট বা যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে মোদীর সরকার। এর জন্য ভারত সরকার আর ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশন কোম্পানির মধ্যে ৭.৮৭ বিলিয়ান ইউরোর চুক্তি হয়েছে। আর এখানেই তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ মোদী সরকার।
এছাড়াও, নীরব মোদী এবং মেহুল চোকসিকে নিয়েও এদিন নমোকে খোঁচা দিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নীরব মোদীকে ব্যক্তিগতভাবে চেনেন। নীরব মোদীকে তিনি নাম ধরেই ডাকেন। এমনকী, মেহুল চোকসিকে মেহুল ভাই বলে ডাকেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি মোদী সরকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, কার আচ্ছে দিন এসেছে? মোদীজি কথা দিয়েছিলেন দেশে মোদী সরকার ক্ষমতায় এলে দেশে আচ্ছে দিন আসবে। কিন্তু আচ্ছে দিন কোথায় এসেছে?
Be the first to comment